স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে জেনে নিন আপনার Smart NID Card কবে পাবেন। স্মার্ট আইডি কার্ড প্রস্তুত হয়েছে কিনা, বিতরণের তারিখ এবং কোথা থেকে সংগ্রহ করতে হবে এসব বিষয় স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক জানা যাচ্ছে।
অনেক আগেই ভোটার হয়েছেন এবং নরমাল জাতীয় পরিচয় পত্রও রয়েছে কিন্তু স্মার্ট আইডি কার্ড আজও হাতে পাননি! তাহলে smart card status চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ড কবে দিবে, কিংবা ইতোমধ্যে বিতরণ হয়ে গেলে তাও জানতে পারবেন।
২০১৯ সালের পর থেকে যারা ভোটার হালনাগাতের সময় নতুন ভোটার নিবন্ধন করছিলো তাদেরকে নির্বাচন কমিশন প্রথম বারেই Smart Card দিয়ে দেয়। আপনারা যারা এখনো স্মার্ট জাতীয় পরিচয় পত্র না পেয়ে থাকেন তাহলে nid নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করে বিস্তারিত জেনে নিন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status ভিজিট করে আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ লিখুন। যাদের NID Card নেই তারা ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ দিন, তারপর ক্যাপচা ফিলাপ করে সাবমিট বাটন চেপে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখুন।
অনলাইনের পাশাপাশি অলাইনেও মোবাইলের মাধ্যমে স্মার্ট কার্ড চেক sms পাঠিয়ে স্ট্যাটাস চেক করা যায়। আপনি চাইলে বাটন ফোন ব্যবহার করে smart card status check করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে Sms করতে কোন টাকা খরচ হয় না।
স্মার্ট আইডি কার্ড বতরণ কর্মসূচি বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি চলমান প্রক্রিয়া। প্রতিনিয়তই নতুন নতুন ভোটার হালনাগাদ হচ্ছে এবং ধাপে ধাপে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির মাধ্যমে সবার মাঝে স্মার্ট আইডি কার্ড (smart card) পৌঁছে দেওয়া হচ্ছে।
স্মার্ট কার্ড চেক করার উপায় সমূহ
আপনার স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হয়েছে কিনা তা দুটি উপায়ে চেক চেক করতে পারবেন। প্রথমতো অনলাইনে স্ট্যাটাস চেক করে অন্যটি হলো SMS এর মাধ্যমে যেকোন মোবাইল আপারেটরের সিম দিয়ে।
- স্মার্ট কার্ড অনলাইন স্ট্যাটাস
- স্মার্ট কার্ড চেক sms দেয়ে
আমরা এই উপায়েই আমাদের Smart Card check করার নিয়ম দেখব। উভয় নিয়মেই স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে হলে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। NID নাম্বার না থাকলে voter slip এবং জন্ম তারিখ (দিন, মাস, বছর) লাগবে।
স্মার্ট কার্ড চেক sms
যেকোন মোবাইলে থেকে SMS পাঠিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SC <space> NID <space> nid_number লিখে 105 নাম্বারে পাঠিয়ে দিন। আর ভোটার দিয়ে চেক করতে SC <space> F<space>NIDFN*******<space>31-12-1971 এভাবে ম্যাসেজ লিখে ১০৫ নাম্বারে পাঠাতে হবে।
nid card check ম্যাসেজ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিস্টেম থেকে আপনার তথ্য চেক করে সেটি 105 নাম্বারের মাধ্যমে ফিরতি মেসেজে জানিয়ে দিবে।
এনআইডি নাম্বার দিয়ে smart card check
nid নাম্বার ব্যবহার করে sms এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানার জন্য প্রথমে ফোমের ম্যাসেজ অপশনে চলে যান, তারপর নিচের দেয়া ফরমেট অনুসারে ম্যাসেজ লিখে নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার ১০৫ এ পাঠিয়ে দিন।
SC <space> NID <space>আইডি কার্ডের নাম্বার
মনে করুন আমার NID Card এর নাম্বার হলো ৪২০৪২০৪২০১ তা হলে ম্যাসেজ পাঠানোর ফরমেট হবে SC NID 4204204201
ম্যাসেজ টাইপ করা হয়ে গেলে সেটি 105 নাম্বারে সেন্ড করতে হবে। কিছুক্ষন অপেক্ষার পর দেখতে পাবেন ফিরতি মেসেজে আপনার স্মার্ট আইডি কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে দিয়েছে।
যাদের ১৭ সংখ্যার অথবা ১৩ সংখ্যার পুরাতন জাতীয় পরিচয় পত্র রয়েছে তারা আপনারদের আইডি কার্ডে থাকা ১৭ কিংবা ১৩ সংখ্যার আইডি কার্ডের নাম্বার লিখেই ম্যাসেজ পাঠাবেন।
ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক
জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করার সময় প্রত্যেককে একটি ভোটার স্লিপ দেওয়া হয় যাকে অনেকেই ভোটার নিবন্ধন স্লিপ নামে চিনে থাকেন। নতুন ভোটাররা voter slip দিয়ে এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে পারবে। স্মার্ট আইডি কার্ড হাতে পাওয়ার আগে চাইলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে লেমেনেটিং কপি ব্যবহার করতে পারবেন।
সেটি করার জন্য ঠিক আগের মত করেই এসএমএস পাঠাতে হবে, তবে এই SMS ফরমেটে একটু ভিন্নতা রয়েছে। ভোটার স্লিপ দিয়ে smart card status check করতে SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে ম্যাসেজ পাঠান।
তাছাড়া অনলাইনে আপনার কার্ডের স্ট্যাটাস জানার জন্য NID BD ভিজিট করুন।
SC F NIDFN****** 30-12-1971
অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
স্মার্ট কার্ড হয়েছে কিনা অনলাইনে চেক করার জন্য NID Service ওয়েবসাইটের Smart card Status পেজে ভিজিট করুন। পেজটি ওপেন হলে আপনার ভোটার স্লিপের নাম্বার অথবা জন্ম তারিখ লিখে চেক করে জেনে নিন আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস সম্পর্কে।
আপনার লেমেনেটিং আইডি কার্ড থেকে থাকলে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ ইনপুট দিন। তারপর সিকিউরিটি ক্যপচাতে দেখানো কোড ফিলাপ করে সাবমিট বাটন চাপুন। জাতীয় পরিচয় পত্রের ফিল্ডে ১০ সংখ্যার, ১৩ কিংবা ১৭ সংখ্যার পুরাতন এনআইডি নাম্বার বসাতে পারবেন।
- ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status
- আইডি কার্ডের নাম্বার অথবা ফরম নাম্বার লিখুন
- ক্যপচা টাইপ করুন
- সাবমিট করে স্ট্যাটাস দেখুন
স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করে আপনার কার্ডটি বিতরণ করা হয়েছে কিনা সেটি জানতে পারবেন। আরো জানতে পারবেন আপানার ভোটার এরিয়া, জেলা এবং উপজেলার নাম উল্লেখ থাকেবে। স্ট্যাটাস Complete মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে এবং বিতরণ করা হিয়েছে।
কম্পিট দেখানো সত্ত্বেও যদি আপনি আপনার স্মার্ট কার্ড হাতে না পেয়ে থাকেন তা হলে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। অনেক সময় আইডি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডের প্রকৃত মালিক কে পাওয়া না গেলে সেটি স্থানীয় নির্বাচন অফিসে রিটার্ন করা হয়।
আর যদি স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার পর কোন কিছু না আসে অথবা কোন তথ্য পাওয়া যায়নি এমন কিছু লেখা দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার Smart nid card এখনো প্রস্তুত হয়নি।
আইডি কার্ডের ভুল সংশোধন | এনআইডি কার্ড সংশোধন |
অনলাইনে ভোটার হোন | নতুন ভোটার আবেদন |
FAQ’s
স্মার্ট কার্ড কবে পাবো?
স্মার্ট কার্ড পাওয়ার পূর্ব নির্ধারিত কোন সময় থাকেনা। প্রতিনিয়ত স্মার্ট আইডি কার্ড বিতরনের কর্মসূচি চলমান থাকে। আপনার এলাকা / এদিয়া যখন স্মার্ট কার্ড বিতরণের মধ্যে আসবে তখন আপনার স্মার্ট কার্ড পাবেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করলে কিছু দেখায় না কেন?
আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন অথবা যাদের স্মার্ট কার্ড এখনো প্রস্তুত করা হয়নি তারা অনলাইনে চেক করলে কিছু দেখাবে না। স্মার্ট আইডির কোন তথ্য পাওয়া যায়নি এমন কিছুও দেখতে পাবেন।
আমাকে উনু মতিদে হক
Smart card chek