ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়
NID Card এর জন্য আবেদন করেছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র বের হওয়ার আগেই ভোটার স্লিপ হারিয়ে গেছে। নিবন্ধন স্লিপ নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তা পুনরায় পেতে অথবা voter slip ছাড়াই ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে জানতে পারবেন।
আইডি কার্ডের জন্য আবেদন করার পর প্রত্যেককে একটা নিবন্ধন ফর্ম অর্থাৎ ভোটার স্লিপ দেয়া হয়। যখন আপনার এনআইডি কার্ড হয়ে যাবে নির্বাচন কমিশন থেকে সেটি বিতরণ করার সময় এই নিবন্ধন স্লিপ জমা দিতে হয়। অনলাইন থেকে NID Card Download করার জন্য এর প্রয়োজন হয়।
অসাবধানতার কারণে অনেকেই ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে ফেলে, পরে যখন নির্বাচন অফিস থেকে এন আইডি কার্ড বিতরণ করতে আসে তথন স্লিপ না থাকায় সমস্যায় পরতে হয়। অন্যদিকে এই টোকেন ছাড়া NID Service ওয়েব সাইটে অ্যাকাউন্ট রেজিস্টার করা যায় না।
ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে করণীয়
ভোটার স্লিপ হারিয়ে গেলে প্রথমত সেটি পুনরায় সংগ্রহ করতে হবে অথবা নিবন্ধন স্লিপ ছাড়াই অনলাইনে একাউন্ট রেজিস্টার করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে হবে। ভোটার স্লিপ ছাড়াই অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।
আমরা জানি অনলাইন থেকে National Identity Card (NID Card) পিডিএফ ডাউনলোড করতে নিবন্ধন স্লিপে ভোটার নাম্বার, nid নাম্বার অথবা ভোটার নাম্বার এর যেকোনটি এবং জন্ম তারিখ প্রয়োজন। ভোটার স্লিপ ছাড়া বাকি তথগুলো হলেও ভোটার আইডি কার্ড বের করা যাবে।
- জাতীয় পরিচয় পত্র নাম্বার
- ভোটার নাম্বার
- নিবন্ধন স্লিপ
যেহেতু আইডি কার্ডের নাম্বার এবং জন্মতারিখ হলেই এন আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা যায়, তাই আমাদের NID Card online হয়ে গেলে সেটির নাম্বার জানা প্রয়োজন। যখন আপনার জাতীয় পরিচয়পত্র nid sever এ আপলোড হয়ে যাবে ঠিক তখন আপনার মোবাইলে ১০৫ নাম্বার থেকে ম্যাসেজ পাঠিয়ে আইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার কথা জানিয়ে থাকে।
নির্বাচন কমিশনের 105 থেকে পাঠানো SMS এ আপনার নিজের নাম এবং NID Number লেখা থাকবে। অন্যদিকে আমাদের জন্ম তারিখ তো জানাই আছে। এই এনআইডি নাম্বার ও জন্য তারিখ ব্যবহার করে খুব সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবো।
105 থেকে পাঠানো মেসেজে 10 সংখ্যার স্মার্ট আইডি কার্ডের নাম্বার থাকবে। আইডি কার্ডের নাম্বারটিকে কোন কোড বা সিরিয়াল নাম্বার মনে করে এড়িয়ে যাবেন না। আর ১০৫ থেকে কোন ম্যাসেজ আসলে সেটি না কেটে সংগ্রহ করে রাখুন। ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়ে ছিলেন সেই নাম্বারেদ SMS আসবে, তাই সেই মোবাইলের ম্যাসেজ গুলো লক্ষ রাখুন।
এনআইডি নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করুন
আইডি কার্ডের নাম্বার ও জন্মতারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার জন্য services.nidw.gov.bd ভিজিট করে একাউন্ট রেজিস্টার করুন। মোবাল নাম্বার, ঠিকানা এবং ফেস স্ক্যান করে NIDW ড্যাশবোর্ড থেকে nid download করুন।
আইডি কার্ড বের করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। অনলাইন থেকে এনআডি কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ টিউটরিয়াল প্রকাশ করা আছে সেটি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
হারানো ভোটার স্লিপ পুনরায় পাবার উপায়
হারিয়ে যাওয়া নিবন্ধন স্লিপের আরেকটি কপি সংগ্রহ করার জন্য উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। আপনার সমসার কথা অফিসে কর্মরত ব্যক্তিকে বুঝিয়ে বললে তারা আপনার হাতের ছাপের সাথে ক্রস-ম্যাচ করে ভোটার স্লিপের তথ্য চেক করবে। তথ্য পেয়ে গেলে আপনাকে ভোটার স্লিপের আরেকটি কপি অথবা শুধু আপনার ফর্ম নাম্বারটি বলে দিবে।
অনেক সময় এই নিবন্ধন স্লিপের তথ্য জানতে গেলে নির্বাচন কমিশনের কর্মরত ব্যক্তি আপনার অনলাইন জন্ম নিবন্ধন অথবা আপনার পিতা-মাতার আইডি কার্ডের কপি চাইতে পারে। তাই নির্বাচন অফিসে যাওয়ার সময় জন্ম নিবন্ধন সনদের একটি ফটো কপি এবং মা বাবার আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন।
এভাবে হাতের ছাপ নিয়ে আবেদন ফর্মের তথ্য বের করা যায়। তবে আমার মতে এভাবে নির্বাচন কমিশন অফিসে না ঘুরে আপনার মোবাইলে SMS আসলে তখন voter slip এর পরিবর্তে NID Number ব্যবহার করে আইডি কার্ড বের করে নিতে পারেন।
NID একাউন্ট নিবন্ধন করুন | একাউন্ট রেজিস্টার |
এনআইডি কার্ড ডাউনলোড | NID Card Download |
আইডি কার্ড সংশোধন | NID Correction |
FAQ’S
স্লিপ ছাড়া আইডি কার্ড পাওয়া যাবে?
voter Slip ছাড়াও এন আইডি কার্ড পাওয়া যায়। যখন এলাকা ভিত্তিক আইডি কার্ড বিতরণ করা হবে তখন ব্যক্তি নিজে উপস্থিত থেকে তার জাতীয় পরিচয় পত্র নিতে পারবে। nid নাম্বার দিয়েও অনলাইন থেকে আইডি কার্ড পাওয়া যায়।
ভোটার নাম্বার কিভাবে বের করবো?
প্রত্যেক বাংলাদেশী ভোটারের একটি ইউনিক ভোটার নাম্বার থাকে। নির্বাচনের সময় ভোটার তালিকায় ব্যক্তির নামের সাথে এটি লেখা থাকে। নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলেও এটি পেতে পারেন।